এই পর্বে আমরা গেইম ডেভলপমেন্টের প্রাথমিক আলোচনা করব। কিভাবে গেইমের প্রত্যেকটি ফাইলকে Scene বলে। আজকে আমরা Scene তৈরি করা শিখব।
- প্রথমে এ ক্লিক করতে হবে।
2. এরপর গেইমের নাম এবং গেইমটি কোথায় স্টোর হবে তা দেখাতে হবে।
3. 2D 3D সিলেক্ট করুন।
4. Create Project এ ক্লিক করুন।
5. নিচে Asset এ ডান বাটনে ক্লিক করুন।
6. এরপর যথাক্রমে Create->Folder এ ক্লিক করুন
7. ফোল্ডারটিকে Scene এ রিনেইম করুন
8. ফাইল অপশনে গিয়ে Save Scene As ক্লিক করুন
9. কোন একটি নাম দিয়ে Scene ফোল্ডারে সেইভ করুন।