অ্যান্ড্রয়েড দিয়ে প্রথম অ্যাপ বানানো (পার্ট – ১)
অ্যান্ড্রয়েড দিয়ে আমরা খুবই সহজে, অ্যাপ বানাতে পারি।আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টূডিও দিয়ে অ্যাপ বানানোর জন্য xml এবং জাভার ল্যাংগুয়েজ এর উপর কিছুটা জ্ঞান থাকা জরুরী, তাহলে অ্যাপ বানানোর জন্য সুবিধা হবে।আমরা,এই লেকচারে কিভাবে নতুন প্রজেক্ট তৈরি করতে হয় তা জানবো।
সবার প্রথমে অ্যান্ড্রয়েড স্টূডিও ওপেন করতে হবে। এর পরে আমাদেরকে অ্যান্ড্রয়েড স্টূডিওতে নতুন প্রজেক্ট খুলতে হবে।
এর পরে আমাদেরকে আপ্লিকেশন নেম লিখতে হবে,কোম্পানী ডোমেইন লিখতে হবে,প্রজেক্ট লোকেশন সিলেক্ট করতে হবে।
অতঃপর,এই আমাদেরকে প্রজেক্ট এর ভার্সন ঠিক করতে হবে
এরপর আমাদেরকে Activity Name , xml name ঠিক করতে হবে।
তারপর finish click করলে , নতুন একটি Android Studio Project Create হয়ে যাবে।
আমাদের পরের লেকচারে,কিভাবে আমরা, জাভা কোড লিখবো এবং xml এর কোড লিখবো তা শিখবো।