বিগত টিউটোরিয়ালে আমরা,অ্যান্ড্রয়েড স্টূডিও দিয়ে কিভাবে নতুন প্রজেক্ট ওপেন করতে হয়, তা শিখেছি,আজকের এই পর্বে আমরা কিভাবে xml এবং জাভার ল্যাংগুয়েজ দিয়ে অ্যাপ বানাতে হয় এবং emulator এ কিভাবে run করতে হয়,তা শিখবো।
প্রথমে আমাদেরকে, অ্যান্ড্রয়েড স্টূডিও তে তৈরি করা নতুন
প্রজেক্ট এ যেতে হবে।প্রজেক্টের res->layout->activity_main
activity_main অংশে আমাদেরকে xml দিয়ে কোড লিখতে হবে।
আমাদেরকে xml ফাইলের মধ্যে ড্রাগ ড্রপের মাধ্যমে,বাম পাশে বর্ণিত বিভিন্ন ভিউকে রাখতে হবে,
উদাহরণ স্বরূপ একটি টেক আমরা একটা, TextView কে xml ফাইলের মধ্যে রাখতে পারি।
এরপর আমাদেরকে জাভা কোডে কাজ করতে হবে
প্রজেক্টের MainActivity অংশে আমাদেরকে জাভা কোড লিখতে হবে।
এরপর আমাদেরকে এখন আমাদেরকে xml এর TextView কে জাভা কোডে সংযোগ করতে হবে।
এখন আমাদেরকে প্রজেক্টটিকে রান করতে হবে ইমুলেটরে।নিচের মতো
আমাদের প্রজেক্টের আউটপুট আসবে নিম্ন রুপে
আমরা পরবর্তি লেকচারে বিভিন্ন layout নিয়ে আলোচনা করবো।